ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করল লিভারপুল

পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করল লিভারপুল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে ৪-১ গোলে ইপসউইচ টাউনপল হারিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শক্ত অবস্থান নিয়েছে। কডি গাকপো করেছেন জোড়া গোল এবং বানিয়ে দিয়েছেন একটি। এই জয়ে লিভারপুল ৫৩ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলে আর্সেনালের (৪৭) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা।

 ডমিনিক সোবোসলাই ১১তম মিনিটে গোলমুখ খোলেন। বক্সের ঠিক বাইরে থাকে খুঁজে পান ইব্রাহিমা কোনাটে। হাঙ্গেরিয়ান মিডফিল্ডার কাট ব্যাক করে বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ডানদিক দিয়ে নিচু শটে জাল কাঁপান। ৩৫তম মিনিটে মোহাম্মদ সালাহ লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন। গাকপোর ক্রসে ব্যাকপোস্ট থেকে আড়াআড়ি শটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড। লিগে ১৭৬তম গোল করে থিয়েরি অঁরিকে (১৭৫) পেছনে ফেলে শীর্ষ গোলদাতার তালিকায় সাতে উঠলেন সালাহ। চেলসি লিজেন্ড ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের (১৭৭) চেয়ে এক গোল পেছনে তিনি।

বিরতির ঠিক আগে লিভারপুলের স্কোর ৩-০ হয়। সোবোসলাইয়ের নেওয়া প্রথম শট গোলকিপার ফিরিয়ে দিলে গাকপো ৪৪ মিনিটের শটে জাল খুঁজে পান। দ্বিতীয়ার্ধের শুরুতে ইপসউইচ আক্রমণে গিয়েছিল। তাদের স্ট্রাইকার লিয়াম ডেলাপ বক্সের মধ্যে কোনাতের চ্যালেঞ্জে পড়ে গেলেও পেনাল্টির আপিল নাকচ করেন রেফারি। ওমারি হাচিনসন ইপসউইচের হয়ে প্রথমবার লক্ষ্যে শট নেন। কিন্তু আলিসন সহজ সেভে তাকে হতাশ করেন। এরপর আরেকটি গোল হজম করে অতিথিরা। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের বানিয়ে দেওয়া বলে লাফিয়ে হেড করে ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। আর্নল্ডের একটি শট পোস্টে না লাগলে ৫-০ হতে পারতো স্কোর। শেষ দিকে ইপসউইচ আক্রমণে গিয়ে একটি গোল আদায় করে। তাদের ডিফেন্ডার জ্যাকব গ্রিভস ৯০তম মিনিটে হেড করে জাল কাঁপান।

আরও পড়ুন

এদিকে আর্সেনাল ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে। উলভসের মাঠ থেকে তিন পয়েন্ট পেতে ঘাম ছুটেছে তাদের। বিরতির দুই মিনিট আগে মাইলস লুইস স্কেলি বিতর্কিত লাল কার্ড দেখলে ১০ জন হয় গানাররা। খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে উলভসের জোয়াও গোমেসও মার্চিং অর্ডার পান। দুই দলই গোলশূন্য থেকে ১০ জনে পরিণত হয়। এই সুযোগের সদ্ব্যবহার করেছে আর্সেনাল। বদলি খেলোয়াড় ক্যালাফিওরি করেন একমাত্র গোল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিন ঘণ্টা পর সচল ‘বনলতা এক্সপ্রেস’ 

আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

সাবেক এমপি জাফর আলম রিমান্ডে

আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন আফরোজ, মা ও ভাই ফিরে পেলেন অধিকার