ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দুই হাজার পাউন্ডের বোমা ইসরাইলকে দিলো ট্রাম্প

দুই হাজার পাউন্ডের বোমা ইসরাইলকে দিলো ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলকে ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই বোমার চালান আটকে দিয়েছিলেন। ইসরাইলকে বোমা দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে, তিনি ইসরাইলকে ২০০০ পাউন্ড (৯০০ কেজি) বোমা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আজই আমরা এগুলো ছেড়ে দিয়েছি। তারা (ইসরাইল) সেগুলো পাবে। তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এগুলোর জন্য অপেক্ষা করছে। এগুলো মজুদে রাখা হয়েছিল।’ তিনি কেন এসব বোমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কারণ তারা (ইসরাইল) এগুলো কিনেছে।’

আরও পড়ুন

এর আগে, গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানোয় ইসরাইলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরাইলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবের পক্ষ নেওয়ায় ঘোর সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। তবে গত এক সপ্তাহ আগে ট্রাম্পের অভিষেকের আগের দিন গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ওয়াশিংটন বলছে, তারা ইরান-সমর্থিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’র বিরুদ্ধে ইসরাইল রক্ষা করতে সহায়তা করছে।  খবর : আল জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার