বগুড়ায় ইয়াবা কারবারির ৫ বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইয়াবাকারবারি মামুন মুন্সীর পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মামুন বগুড়ার গাবতলী উপজেলার চকরাধিকার লেদা মুন্সীর ছেলে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ আজ রোববার (২৬ জানুয়ারি) এই মামলার রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা এপিবিএন পুলিশের আপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে গাবতলী উপজেলার চকরাধিকা গ্রামের অভিযুক্ত আসামির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মামুন মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনআসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গাবতলী থানায় সোপার্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জান্নাত নীলা এবং আসামি পক্ষে এড. নাসিম আহমেদ।
মন্তব্য করুন