রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ১২ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার বিকেলে মৃত মছির উদ্দিনের নাতিজামাই শাহিনের ভোগদখলে থাকা আলুক্ষেতে মামলার রায়ের কপি সাইনবোর্ড আকারে ঝুলিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মনজুর হোসেন, মোসলেম, মারুফ ও মৃত মছির উদ্দিনের জামাই শাহিন ও সাইফুল, হেলাল, ফাইমা, সোহেল, জহুরুলসহ ১২ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হেলাল ও ফাইমাসহ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে মকবুল হোসেন জানান, মাঠ জরিপ, পিন, পর্চা ও আদালতের রায়ে ওই জমি আমাদের। ওরা এর আগেও আমাদেরতে মারপিট করেছে। জামাতা শাহিন জানান, আমরা রেকর্ড সংশোধনে ল্যান্ডসার্ভে মামলা করেছি, ওরা চাকরিজীবী হওয়ায় প্রভাব বিস্তার করে রেকর্ড করে নিয়েছে।
আরও পড়ুনওসি এমএ ফারুক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের দু’টি মামলা গতকাল শনিবার রাতেই রুজু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন