ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ায় পিটিয়ে বৃদ্ধকে হত্যা

বগুড়ায় পিটিয়ে বৃদ্ধকে হত্যা। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ড্রেন নির্মানকে করাকে কেন্দ্র করে দুলু প্রামাণিক নামে (৬২) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সদরের ডাকুরচক মধ্যপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান,বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নির্মানকে কেন্দ্র করে ছোট ভাই বাবলু প্রামানিকের সাথে বৃদ্ধ দুলু প্রামাণিকের বিরোধ চলে আসছিল।

পরে এই বিরোধের সূত্র গত ২০ জানুয়ারি দুপুরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও তার ছেলে ইমরান প্রামানিক বৃদ্ধ দুলু প্রামানিককে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে মারা যান তিনি।

আরও পড়ুন

ওসি আরও বলেন, দুলু প্রামানিকের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ভাই বাবলু প্রামানিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যায়। আজ রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টা পর্যন্ত এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসাথে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযানও চলছে। নিহত দুলু প্রামাণিক সদরের ডাকুরচক মধ্যপাড়ার মহল্লার মৃত অফির উদ্দিনের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি