ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক : ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিং।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে। অরিজিৎ ছাড়াও পশ্চিমবাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পেয়েছেন পদ্মশ্রী সম্মান।

হিন্দস্তান টাইমস এর খবরে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারেও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের (রবিবার) আগের দিন শনিবার রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন মোট ১৩৯ জন। তার মধ্যে মধ্যে ৭ পদ্মবিভূষণ, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে একাধিক ব্যক্তিত্ব পেয়েছেন পদ্মশ্রী সম্মান তবে আসেনি একটাও পদ্মবিভূষণ, পদ্মভূষণ। পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন পশ্চিমবাংলার তারকারাও। পদ্মশ্রী সম্মানে পশ্চিমবাংলা থেকে ভূষিত হয়েছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক, হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা।

আরও পড়ুন

এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। এবারের পদ্ম সম্মানে আসামের নৃত্যাচার্য যতীন গোস্বামী সম্মানিত হয়েছেন।

অর্থনীতিবিদ প্রয়াত বিবেক দেবরায়কে সম্মানিত করা হচ্ছে মরণোত্তর পদ্মভূষণে। মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস এবং রাজনীতিবিদ সুশীল মোদী। বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টদের এই বিশেষ পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। ২০২৫ সালে তারই তালিকা এলো সামনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন