ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা

বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবরে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর থেকে রাখঢাক তো দূরের কথা, প্রেমিকের সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে ঘুরে কাটাচ্ছেন মুহূর্ত। সব চমক পেছনে ফেলে জানান দিলেন, এবার তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে করতে চলেছেন মধুমিতা। বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা সরকার। এ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু খুব শিগগির আমার বিয়ে। 

বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেন, ‘তবে কোনো শপিং বা কিছু এখনো শুরু হয়নি। এগুলো পূজার পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। বিয়ের দিন-তারিখ নিয়ে এর আগে মধুমিতা সরকার বলেছিলেন, এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি (ঘুরে বেড়াব) তৈরি করে যাব।

আরও পড়ুন

বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেমটা কি চুটিয়ে করছেন? জবাবে মধুমিতা বলেন, ‘প্রথমত এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে, একটু ব্যস্ততা থাকুক। এতে এই যে দূরে থাকব, এই যে একে অপরকে মিস করব সেই ব্যাপারটা থাকবে।’  

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে, তা স্মরণ করে মধুমিতা সরকার বলেন, ‘ও খুব সাপোর্টিভ এসব ব্যাপারে। মানে ও এখন ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে। ও নিজেও কাজ করে সেটা নিয়েও ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে। আমরা একে অপরকে মিস করছি, এটা আমরা উপভোগ করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’

বেনাপোল বন্দর দিয়ে এক বছরে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো : কনকচাঁপা

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

সুনামগঞ্জে ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ