ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

 সীমান্তে প্রবেশ করে বাংলাদেশি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা

 সীমান্তে প্রবেশ করে বাংলাদেশি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা

নিউজ ডেস্ক: ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আহাদ আলী (৩৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর এসেছে। তিনি একই ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় ঢুকে পড়ে ভারতের কয়েকজন নাগরিক। 

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, মৃতদেহ মর্গে রয়েছে। হামলাকারীরা ভারতীয় বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কর্মধা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের বাসিন্দা শাহীন আহমদ জানান, রবিবার দুপুরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ভারতীয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতের নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ এর ৩৪ এস পিলারের পাঁচ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে কুপিয়ে রেখে যায়। স্থানীয়রা সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, জানান শাহীন আহমদ। 

আরও পড়ুন

কর্মধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস‍্য সিলভার স্টার বলেন, “আমি শুনেছি, সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।”

কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়াম্যান হেলাল আহমেদ বলেন, “শুনেছি, ভারতীয়দের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল দূরে হওয়ায় আমি সেখানে যেতে পারিনি।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আজমল গ্রেফতার

রাতের আঁধারে মন্দিরে চুরি, প্রতিমার গলার স্বর্ণের হার ও দানবাক্স লুট

কয়লা দূষণের হাত থেকে সুন্দরবন, ইলিশ ও লবণ রক্ষার দাবিতে দৃশ্যমান প্রতিবাদ সমাবেশ

গাজায় চলছে ইসরাইয়েলি বাহিনী কর্তৃক গণহত্যা

ডাকসু শুধু ডাকসু নয়, জাতীয় নির্বাচনের আগাম সংবাদঃ জয়

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩