ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

আমরা রঙহীন স্বচ্ছ পাত্রের মত থাকতে চাই : পঞ্চগড়ে নির্বাচন কমিশনার

আমরা রঙহীন স্বচ্ছ পাত্রের মত থাকতে চাই : পঞ্চগড়ে নির্বাচন কমিশনার। ছবি : দৈনিক করতোয়া

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রঙহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন আপনাদের রঙহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে। আমরা সমাজে বাস করি, আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন মত পথের থাকতে পারে সেটা যেন আমাদের পেশাদারী দায়িত্বকে প্রভাবিত করতে না পারে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক, দ্বৈত ভোটার এগুলো নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হবে।

আরও পড়ুন

দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর) আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মতর্তা এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেশকিছু নতুন ভোটার এবং গণমাধ্যম কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক