ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় মিরপুরে মঈনউদ্দিন প্রমানিক (৩৬) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মঈনউদ্দিন প্রমানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমানিকের ছেলে।

নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার বিরোধ চলছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের লাশ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে।’

আরও পড়ুন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমানিকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঈনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছে তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মইনউদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনো জানা যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা