বগুড়ার নন্দীগ্রামে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চলন্ত ট্রাক ওভারটেক করার সময় দুর্ঘটনায় রাজু মিয়া (৪৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোর থেকে ছেড়ে আসা ট্রাকের পেছন থেকে ওভারটেকিং এর চেষ্টা করছিল আরেকটি ট্রাক। বেপরোয়া ড্রাইভিং এবং অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের ট্রাকটি সামনের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হেলপার রাজু মিয়া।
আরও পড়ুনকুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক থানা হেফাজতে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন