ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নওগাঁর বদলগাছীতে এম সুজাউলকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বন্ধুরা

নওগাঁর বদলগাছীতে এম সুজাউলকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বন্ধুরা। ছবি : দৈনিক করতোয়া

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীর কেএম সুজাউল ইসলামকে ১৬ বছর পর কাছে পেয়ে স্বজন ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়লেন। সুজাউল পিলখানায় কর্মরত ছিলেন। পিলখানা হত্যাকান্ড ঘটনায় বিস্ফোরক আইনে দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর গত সোমবার (২৩ জানুয়ারি) জামিনে মুক্তি পায়।

সুজাউল বিয়ের ৩ বছর পর পিলখানা হত্যাকান্ড ঘটনায় গ্রেপ্তার হলে ৯ বছর পর স্ত্রী অন্যত্র বিয়ে হয়। দীর্ঘ কারাভোগের মধ্যে সুজাউল হারায় তার মা-বাবাকে। সব কিছু হারিয়ে সুজাউল যেন এক জীবন্ত লাশ। জামিনে মুক্তি পাওয়ার পর গত মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওগাঁ জেলা বিডি আর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সুজাউলকে ফুলের মাল্য দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিডি আর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মো, দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তার স্কুল জীবনের বন্ধু প্রভাষক শাহিনুর রহমান ওয়ান টু, সহকারী শিক্ষক এসএম আতিকুর রহমান রাজু, সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান, ফজলে এলাহী প্রমুখ।

আরও পড়ুন

সুজাউল বলেন, আমরা নিরপরাধ, আমাদের সাজা দেওয়া হয়েছে। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে মূল অপরাধীকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চাকরিচ্যুত বিডি আর সৈনিকদের যাদের বয়স আছে তাদের পূনর্বহাল ও যাদের বয়স নেই তাদের প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“সমাজকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়” — উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

হোলি আর্টিজানের হামলা নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার 

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

“আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই”

বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ