দিনাজপুরের নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলি উদ্ধার, আটক ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গত সোমবার দিনগত রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের আজিবরেরপাড়া গ্রামে ওই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, উপরোক্ত গ্রামের আহাদ আলীর ছেলে বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে ১টি হাসুয়া, ১ টি চাপাতি, ১টি মোড়ানো চাকু উদ্ধার করে বিপ্লব হোসেনকে আটক করে।
আরও পড়ুনএরপর আটক বিপ্লবকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে পিকনিক স্পট স্বপ্নপুরীর পাশে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক এর মালিকানাধীন এগ্রোফার্মে গরুর খামার সংলগ্ন পুকুরের উত্তরপাশে আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থানে মেহগনি গাছের গোড়ার মাটির নিচ হইতে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন