ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টে দু’টি এস্ককেভেটর জব্দ লাখ টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টে দু’টি এস্ককেভেটর জব্দ লাখ টাকা অর্থদন্ড। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের অভিযানে দু’টি এক্সকেভেটর বা ভ্যাকু মেশিন জব্দ হয়েছে। সেই সাথে অবৈধভাবে মাটি বহনে ব্যবহৃত ট্রাক্টর-ট্রলির এক মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

সেই সাথে যে দুটি জমি থেকে মাটি কাটা হয়েছে তার এক মালিক ও এক নির্দেশদাতার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা পৃথক দু’টি অভিযানে এসব ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে মোবাইল কোর্ট সূত্র।

মোবাইল কোর্টের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, গত মঙ্গলবার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল (ঘোড়দাড়ার বিল) নামক স্থানে অবৈধভাবে মাটিকাটার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ভ্যাকু মেশিন জব্দ হয়। এছাড়া ট্রাক্টর-ট্রলির মালিক আব্দুল আলিমকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় ওই দন্ড দেয়া হয়। এছাড়া আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে ওই জমির মালিক প্রভাস দাসের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট তৌফিক আজিজ আরও বলেন, এদিকে আজ বুধবার (২৯ জানুয়ারি) চককীর্তি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয়েছে।

তবে অভিযানকালে কাউকে পাওয়া যায়নি। এর আগে এইস্থানে মাটিকাটার নির্দেশদাতা সাদিকুল ইসলামের বিরুদ্ধে গত সোমবার নিয়মিত মামলা করা হয়। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও জানান ম্যাজিস্টেট তৌফিক আজিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার