ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১৩

মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে মো. সুমন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।

আরও পড়ুন

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, কুমিল্লা থেকে গজারিয়া হয়ে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বাউশিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত করে বাসটি উল্টে যায়। এতে একজন যাত্রী নিহত এবং ১৩ জন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার

রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যে বাজার সয়লাব

মামলা থেকে বাঁচতে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন