ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। মান্নান পেশায় একজন মোটরসাইকেল চালক এবং রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

আরও পড়ুন

বৃহস্পতিবার সকালে মৎস্য ভবন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল মোল্লা রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে যাত্রীদের পৌঁছে দিতেন। গতকাল রাতেও তিনি যাত্রীদের বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করতে বেরিয়েছিলেন। তবে তিনি আর রাতে বাড়িতে ফিরে আসেননি। ভোরে স্থানীয়রা টুপি পাড়া মৎস্য ভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইদ্রিস আলী জানান, টুপি পাড়া খালপাড়া এলাকায় মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২