বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সাড়ম্বরে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রোববার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক এনডিসি, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি, পিএইচডি, শিক্ষকমণ্ডলীসহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি শ্রেণি শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের জন্য প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করে আসছে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন