বগুড়ার গাবতলীতে আ.লীগ ও যুবলীগের ২ জন গ্রেপ্তার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল গফুরের ছেলে শরিফুল ইসলাম (৩৬) এবং পৌরসভাধীন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উনচুরখী মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ তরফদারের ছেলে মানিক মিয়া (৪৯)।
আরও পড়ুনগাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত এক মামলায় ওই দুইজনকে গ্রেপ্তার করে আজ রোববার (২ ফেব্রুয়ারি) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন