জয়ের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ১৬৪ রান
![](https://dailykaratoa.com/public/images/2025-02/download (1)_original_1738769330.jpg)
স্পোর্টস ডেস্ক: হেট মেয়ারের তান্ডবে ১৬৩ রানের লড়াকু পুঁজি পেলো খুলনা টাইগার্স। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং কিং। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দিতে দেখা যায় খুলনাকে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ২ রান যোগ করতেই সাজঘরের পথে হাটতে দেখা যায়। ওয়ান ডাউনে নামা অজি অল রাউন্ডার অ্যালেক্স রোজ ফেরেন শূণ্য হাতে। উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার নাইম। কিছুটা আশা যাগালেও মাত্র ১৯ রান তুলে একই পথে হাটেন এই হার্ড হিটার। দলের স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই আফিফ আউট। তখন ডবুন্ত জাহাজকে টেনে তোলার দায়িত্ব নেন আকন ও হেটমেয়ার।
এই জুটির ক্যামিওতে শতক পার করতে পারে খুলনা। আকন সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তার এই ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির মার খেলতে দেখা যায়। এই উইকেট কিপার ব্যাটার প্যাভিলিয়নে ফেরার কালে স্কোর বোর্ডে তখন ৫ উইকেটে মাত্র ১১৫ রান জমা করতে পারে টাইগার্সরা। যেটা কিনা ফাইনালে যাওয়ার ভরসার রান নয়। জয়ের জন্য রানের পারদটা আরো উচুতে নিতে হবে খুলনার ব্যাটারদের।
আরও পড়ুনক্রিজ আকড়ে থাকা এই ক্যারবিয় মারমুখি হয়ে খেলা চালিয়ে যান। দুর্দান্ত ভাবে তান্ডবিয় ব্যাটিংয়ে ৩৩ বলে ৬৩ রান তুলে নেন হেটমেয়ার। তার ক্রিজ ত্যাগের আগেই দেড়শো ছুইছুই করছিল খুলনার স্কোর বোর্ড। হেটমেয়ার তার ইনিংস সাজায় ৪টি ছক্কা ও ৬টি চারের মার খেলে। জেসন হোল্ডার ৫ বলে ১২ রান তুলে শেষ পর্যন্ত ক্রিজেই ছিলেন। ৫ রান তুলতে পেরেছিলেন নাওয়াজ। শেষে খুলনার ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে।
মন্তব্য করুন