ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

‘বিশ্বের সব ব্যাটার কম-বেশি সংগ্রাম করে, আমিও করছি’

হৃদয়

আবুধাবিতে এসে প্রথম দিনের অনুশীলনে তাওহিদ হৃদয়কে দেখা গেল বিস্তর ভুগছেন। গত কিছু ম্যাচে রান না পাওয়া, ব্যাটিংয়ে আড়ষ্টতা মিলিয়ে তার জায়গা হয়ে পড়েছিলো প্রশ্নবিদ্ধ। ম্যাচের আগের দিন কিছুটা নিজেকে ফিরে পেয়ে দলের আস্থা পান হৃদয়, খেলতেও নামেন। তবে ম্যাচে হৃদয়কে দেখা গেল ঠিকই ধুঁকছেন। রান তাড়ায় বাংলাদেশ বিপদে না পড়লেও হৃদয় তার নিজের ব্যাটিং নিয়েই ঠিক তৃপ্তিতে কথা বলতে পারছেন না। 

২০ বল হাতে রেখে হংকংকে ৭ উইকেটে হারাতে অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটার। ৩৬ বলে করেন ৩৫ রান। শেষ দিকে দ্রুত খেলা শেষ করতে তাকে ব্যাট চালাতে দেখা গেলেও ব্যাটে-বলে সংযোগ হচ্ছিলো না। সংবাদ সম্মেলনে এসে কিছুটা মলিন চেহারায় বললেন,  'আমি চেষ্টা করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাটে লাগছিল না। হয়তোবা আরও দুই এক ওভার বা আরেকটা শেষ করতে পারতাম।'

টি-টোয়েন্টিতে হৃদয়ের সর্বশেষ ইনিংসগুলো এমন- ৩৬ বলে ৩৫, ১৪ বলে ৯, ৩৭ বলে ৩৬। অর্থাৎ টি-টোয়েন্টির দাবিটা ঠিক তার ব্যাটে মিলছে না। মাঝের ওভারে ইনিংসের গতি পড়ে যাচ্ছে তার কারণেই।

আরও পড়ুন

এক সময় দলের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার বলা হতো তাকে। এখন একাদশে জায়গা নিয়ে উঠে প্রশ্ন। হৃদয় স্বীকার করলেন তিনি ভুগছেন,  'উন্নতির জায়গা তো অনেক আছে চেষ্টা করছি উন্নতি করার প্রতিনিয়ত,  আমার হাতে যেটা আছে আমি চেষ্টা করে যাচ্ছি,  হ্যাঁ সংগ্রাম করছি। বিশ্বে  যত খেলোয়াড় আছে সবাই করে কম বেশি, আমিই করছি। হয়তোবা ইনিংস গুলো বড় করতে পারছি না, এমন কিছু ইনিংস গেছে দুই-তিনটা ত্রিশে আউট হয়ে গেছি, এই জায়গায় চেষ্টা করছি আরেকটা একটা ধাপ যদি আরেকটু ভালো করে নিতে পারে জাস্ট দুই তিনটা বাউন্ডারি হয় তাহলে হয়তোবা খেলার চিত্রটা ভিন্ন হয়ে যাবে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : ভিপি-জিএসসহ নারী প্রার্থী ৩২ জন

বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান

পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪