বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শাজাহানপুরের বনানী এলাকায় রাস্তা পারাপারের সময় বিপুল কুন্ডু (৪৫) নামে এক পথচারি নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জিকিরা এলাকার শিবেন্দ্রনাথ কুন্ডুর ছেলে।
পুলিশ জানিয়েছে রাত সাড়ে ৭ টার দিকে লোকটি বনানী ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে।
আরও পড়ুনমন্তব্য করুন