ভিডিও বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : দৈনিক করতোয়া

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী অমুল্য চন্দ্র বর্মন নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামে গত ২৮ জানুয়ারী রাতে এ ঘটনাটি ঘটে। পরে গত ২৯ জানুয়ারি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

জানা যায়, গত ২৮ জানুয়ারি রাতের কোন এক সময় দুর্বৃত্তরা শিক্ষক শ্রী অমুল্য চন্দ্র বর্মনের ১৮ টি গাছের মধ্যে ১৭ টি লিচুর গাছ কেটে ফেলে রেখে যায়। ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ বলেন, রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে রেখে গেছে। পরদিন সকালে বাগানে এসে দেখেন ১৮ টি লিচু গাছের মধ্যে ১৭ টি গাছ কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষক শ্রী অমুল্য চন্দ্র বর্মন বলেন, শখের বসে লিচুর বাগান করেছেন তিনি। কিন্তু কে বা কারা শত্রুতা করে তার লিচু বাগানের ১৭ টি গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানার তদন্ত কর্মকর্তা এএসআই পরিতোষ এসে তদন্ত করেছেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এখনো তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত

দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

শেষ ওভারের নাটকীয়তায় ফাইনালে চিটাগং

মাদকের বিরুদ্ধে লড়াই চলছেই

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ অভিযানে ইটভাটা বন্ধ ঘোষণা