ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ দু’জনকে মারধর

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ দু’জনকে মারধর, ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুইজনকে বেধড়ক পিটুনি দিয়েছে জনতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের নিরপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

জানা গেছে, সকালে এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে বিক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় একটি রিকশায় করে নিয়ে যান। সরেজমিনে দেখা যায়, বেদম মারধরের শিকার ওই ব্যক্তিকে রক্ষা করতে সেখানে উপস্থিত তিনজন ব্যক্তি তাকে রিকশায় করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। রিকশায় ওঠানোর পরও ওই ব্যক্তিকে মারধর করা হয়। প্রথমে কলাবাগানের দিকে নিয়ে যেতে চাইলে তাদের পেছনে দৌড়াতে থাকেন। পরে রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ এর দিকে রওনা হলে সেদিকেও কিছু মানুষকে রিকশার পেছনে দৌড়াতে দেখা যায়। মেট্রো শপিং সেন্টার পর্যন্ত ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা।
এর কিছু সময় পরে এক নারীও গণপিটুনির শিকার হন। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এসে বাড়ি ভাঙায় আক্ষেপ করতে থাকেন। বলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এতে তাকে পড়তে হয় মানুষের তোপের মুখে। প্রথমে তাকে ঘিরে ধরে স্লোগান ও পরে গণপিটুনি দেয় জনতা। পরে মেট্রো শপিং সেন্টারের সামনে থেকে এক ফটোগ্রাফার তাকে জনরোষ থেকে বাঁচিয়ে রিকশায় করে সরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা