বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিল ছাত্রজনতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল শুক্রবার রাতে উপজেলার হাজিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত ম্যুরালটি এক্সেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন তারা। তবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ সকল অবকাঠামো আগের মতই রয়েছে।
এলাকবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে স্থানীয় বাসস্ট্যান্ড উপস্থিত হন অর্ধশতাধিক ছাত্র-জনতা। পরে তারা এক্সেভেটর নিয়ে গিয়ে হাজিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত ছাত্র-জনতা ম্যুরালটি বিকৃত করেন। এসময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দূর্জয় ও ফেরদৌস, নাজমুল বলেন, এটি একটি স্বৈরাচারের প্রতিক। আমরা সাধারণ ছাত্ররা মিলে এই ম্যুরাল ভাঙচুর করেছি যাতে এই চিহ্নকে পুঁজি করে বাংলার মাটিতে আর কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে। এই দেশ কারো বাপের না। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখতে চাই না।
মন্তব্য করুন