ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেফতার ৮৩

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেফতার ৮৩

গাজীপুরে “অপারেশন ডেভিল হান্টে” মোট ৮৩ জনকে গ্রেপ্তার করেছে হয়েছে। তাদের মধ্যে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের আট থানায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানা গেছে।

শনিবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সেনাবাহিনী এবং র‌্যাব তাদের গ্রেফতার করেছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক এ তথ্য জানান।

এ ছাড়া জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান বলেন, গাজীপুরের ধীরাশ্র এলাকায় আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তার মধ্যে গাজীপুর মহানগরের আট থানায় মোট ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগরের সদর মেট্রো সদর থানায় ১৬ জন, পূবাইল থানায় ২ জন, কোনাবাড়ি থানায় ২ জন, কাশিমপুর থানায় ৩ জন, বাসন থানায় ৮ জন, গাছা থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, শনিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ (৪৫); কাওরাইদ ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন (৬০); তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের মজিবুর রহমান; বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আওয়ামী লীগকর্মী সজীব (২৭), একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা লাকচতল গ্রামের আবু ইউসুফ (২৪); গোসিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৫৯); মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩৫)।

এ ছাড়া কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, চেরাগ আলীর ছেলে ইউপি সদস্য সাহাব উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে