গোপালগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার
_original_1739179571.jpg)
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের জঙ্গল থেকে জাকারিয়া শেখ (২৩) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করা হয়।
জাকারিয়া শেখ মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে।
আরও পড়ুন
মুকসুদপুর থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, রবিবার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য জাকারিয়া শেখের স্ত্রী পার্লার থেকে সাজগোজ করে। এনিয়ে স্ত্রী সাথে ঝগড়া হলে বাড়ী থেকে বের হয়ে যায় জাকারিয়া। রাতে বাড়ির পাশে জঙ্গলের গাছে জাকারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন