গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে আয়নাল হককে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম আয়নাল হককে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আয়নাল হক (কাঠ ব্যবসায়ী) পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈরীহরিণমারী গ্রামের বাসিন্দা এবং উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পলাশবাড়ী থানায় একটি বিস্ফোরক আইনের মামলায় আয়নালকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি করার অভিযোগ রয়েছে। আয়নাল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো।
মন্তব্য করুন