ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্ত

এবারও মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্ত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত আদায়ের সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি)  দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে ৫ সালামে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল। তবে ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ১০ রাকাত তারাবির পর তিন রাকাত বিতির নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

জানা যায়, করোনাভাইরাস মহামারির পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ হলো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে মহামারির সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ২০ থেকে ১০ করা হয়। এই নিয়ম পরে স্থায়ী করা হয়। কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্যও ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। 

মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। ১০ রাকাত তারাবির ফলে উমরাহ ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ। যদিও করোনা মহামারির অবস্থা নিয়ন্ত্রণে এসেছে, তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এই নিয়ম বজায় রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেফতার 

শেরপুরে চালকের গলায় চাকু  ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই

নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

শিবগঞ্জে একই দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার 

৩৩ বছর হাতের নখ কাটেনি ফুলবাড়ীর যুবক অরুণ