শিবগঞ্জে একই দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে স্ত্রীর দাবিতে অনশনরত ফাতেমা আক্তার ববির (২০) ঝুলন্ত লাশ, পারিবারিক কলহের জেরে মেহেদুল ইসলাম (২৭) নামে এক যুবক এবং পিয়ারা বেগম (৫০) নামে আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এর মধ্যে পিয়ারা বেগমকে স্বামী ও সতিন মিলে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসির অভিযোগ।
জানা যায়, নিহত ফাতেমা আক্তার ববি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কুঠিবাড়ি এলাকার বেলাল হোসেনের মেয়ে। তিনি শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে গত কয়েকদিন যাবত অনশন করছিলেন। তিনি সোহেলের ঘরেই ছিলেন। এ অবস্থায় গত বুধবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সোহেলের ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ তেলীপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বুলু মিয়ার ছেলে মেহেদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাদের দাবি মেহেদুল মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের জেরে বেল্ট গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে পিয়ারা বেগম নামে আরও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার বকুল সাকিদারের স্ত্রী। স্থানীয় লোকজন অভিযোগ, বকুল ও তার ছোট স্ত্রী পরিকল্পিত ভাবে পেয়েরা বেগমকে হত্যা করেছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন