ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ময়মনসিংহে আদিবাসীদের সাত দফা দাবি সংবাদ সম্মেলন

ময়মনসিংহে আদিবাসীদের সাত দফা দাবি

আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে সাত দফা দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নগরীর মাসকান্দায় সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই চিরান। এতে সরকারকে আদিবাসীদের এ সাত দফা দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সংস্থার সেক্রেটারি জেনারেল যোহন সাহা, আচিক উইমেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রানী নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি অনিক রেমা, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ, বাংলাদেশ ইন্ডিজিনাস ল ইয়ার অ্যাসোসিয়েশনের দীনেশ দারু, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংসগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি রেডক্লিফ ডিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির নেতা বিবাল মানখিন, বাংলাদেশ হাজং ছাত্র সংসগঠন (বাহাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তর হাজং, বাংলাদেশ বানাই সংগঠনের সভাপতি বিশেশ্বর বানাই প্রমুখ।

সংবাদ সম্মেলনে আদিবাসীদের উত্থাপিত সাত দফা হচ্ছে-

বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

সংস্কারের মাধ্যমে সংসদে তাদের জন্য ৫ শতাংশ আসন বরাদ্দ দিতে হবে।

আরও পড়ুন

সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিতে হবে।

সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় অধিকসংখ্যক আদিবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে।

সংসদে সংরক্ষিত নারী আসনে সমতলের আদিবাসী নারীদের মনোনয়ন দিতে হবে।

শিক্ষা ও সরকারি চাকরির সব স্তরে আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত এক শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কোটা বরাদ্দ এবং নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

আইএলও কনভেনশন নং ১০৭ ও ১৬৯-এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের আশা ও বিশ্বাস দাবিসমূহ আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসুন্দী’তে লুইপা’কে ঘিরেই স্মরনীয় সন্ধ্যা..

যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে আটক ১৩১

আজ থেকে শুরু হচ্ছে সঞ্জিত সরকারের ম্যানেজ মাস্টার

অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে : আসক

সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের