কুড়িগ্রামের রৌমারীতে সৎ ছেলের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মা জায়েদা, সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত মাদক কারবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামে সৎ ছেলের জাহের আলী ফকিরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা জায়েদা বেগম (৮০)। এ বিষয়ে তিনি রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, জাহের আলী ফকিরের বাবা সিরাজুল ইসলাম প্রায় ৩২বছর আগে মারা যান। প্রথম স্ত্রী জেলেখা ও দ্বিতীয় স্ত্রী জায়েদা বেগম আট সন্তান নিয়ে পারিবারিক সম্পত্তিতে আলাদা বসবাস করে আসছেন। জাহের আলী ফকির প্রথম স্ত্রী জেলেখার সন্তান। সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। জাহের আলীর বাড়িটি ১৬ টি সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টিত। এতে তার শোয়ার ঘর থেকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করে সেই অনুসারে সাবধান হয়ে থাকে।
তার বাড়িটি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় ভারত থেকে মাদক আমদানি তার জন্য সহজ লভ্য। এ ছাড়াও তার বাড়িতে প্রবেশের রাস্তা থেকে রৌমারী সদর পর্যন্ত ২৪ ঘন্টা মাসিক বেতন ভোগী ৪ জন পাহারাদার পাহাড়াদার রয়েছে। মাদকের প্রভাবশালী কারবারি হওয়ার কারণে তার ওয়ারেন্ট থাকলেও সে নিরাপদে ঘোরাফেরা করে থাকে।
জায়েদা বেগমের অভিযোগ, পুলিশ তাকে ধরতে এলেই সে মনে করে যে, তার সৎ মা পুলিশকে খবর দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে ছুরি হাতে তাকে ধাওয়া করে এবং হত্যার চেষ্টা করে থাকে। তার ভয়ে পালিয়ে যাবার সুযোগে ঘরে তালা লাগিয়েছে জাহের। তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন যে কোন সময় জাহের তাকে হত্যা করতে পারে।
আরও পড়ুনগত ৩ আগস্ট থানা পুলিশ অভিযোগের বিষয় তদন্ত করতে এলে জাহের আলী পালিয়ে যায়। পুলিশ তার মা জেলেখাকে তালা খুলে দিতে বলে যান। পুলিশ চলে যাবার পরপরই জাহের আলী ফের এসে সৎ মা ও সৎ বোনদেরকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে জানা গেছে। এলাকাবাসীর আশঙ্কা ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটাতে পারে জাহের আলী।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, জাহেরা বেগমের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশ পাঠিয়ে ছিলাম। তদন্ত সাপেক্ষে কোর্টে প্রসিকেশন পাঠিয়ে দেয়া হয়েছে। সেই রিপোর্টটি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন