ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

সাধুর ছদ্মবেশে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রীকে খুন!

সাধুর ছদ্মবেশে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রীকে খুন!

প্রায় ১০ বছর আলাদা থাকার পর সাধুর ছদ্মবেশে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

দিল্লি পুলিশ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) জানিয়েছে, ভারতের দিল্লির নেব সরাই এলাকায় বুধবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, খুনের কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা কিরণ নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখলে ঘটনাটি সামনে আসে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত প্রমোদ ঝা রাত ১২টা ৫০ মিনিট নাগাদ কিরণের বাসা থেকে বের হচ্ছেন। এক কর্মকর্তা বলেন, ‘মনে হচ্ছে, তিনি অপরাধ করে পালিয়ে গেছেন।
 
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদ ঝা (৫৫) প্রায় ১০ বছর ধরে স্ত্রী থেকে আলাদা থাকছিলেন। কিরণ ঝা পেশায় স্বাস্থ্যকর্মী ছিলেন। গত ১ আগস্ট প্রমোদ বিহারের মুঙ্গের জেলার জামালপুরের চিড়িয়াবাদ গ্রাম থেকে দিল্লিতে ফিরে আসেন।
 
পুলিশ জানায়, কিরণ তার ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ কমল ঝা এবং নাতনির সঙ্গে থাকতেন। দুর্গেশ বিহারের দ্বারভাঙ্গার একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন এবং খুনের সময় তিনি দিল্লিতে ছিলেন না।
 
ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে।
 
এনডিটিভি বলছে, অভিযুক্তকে খুঁজে বের করার জন্য পুলিশের বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে এবং তাদের রেলওয়ে ও বাস স্টেশনগুলোতে ছড়িয়ে দেয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, ‘হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ কারবারি গ্রেফতার 

শেরপুরে চালকের গলায় চাকু  ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই

নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

শিবগঞ্জে একই দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার