অপারেশন ডেভিল হান্ট ঃ শ্যামনগরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানেদেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে কোস্ট গার্ডকে নৌবাহিনী ও পুলিশের একটি টিম সহযোগিতা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনআটকতরা হলেন- চকবারা বাজার এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
জব্দ করা আলামতসহ আটকদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
মন্তব্য করুন