গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুপালি খাতুন (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারাবি নামাজের সময় উপজেলার দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি খাতুন নিজ বাড়ির শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে স্বজনরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংজ্ঞাহীন অবস্থায় রুপালীকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনখবর পেয়ে থানায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম কিশোরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন