ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, ছবি সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  ১০ বছর বয়সি চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী  ডিপটি  ফকির (৬৫) নামের  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উ্পজেলার নাকাইহাট ইউনিয়নের পোগইল  হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রেফতার ডিপটি ফকির ওই গ্রামের মৃত জয়না ফকিরের পুত্র।

গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, পোগইল হাটখোলা গ্রামের মকবুল হোসেনের শিশুকন্যা (১০) পগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘটনার দিন রাত ৮টায় বাড়ির পাশের  টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে  ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী  খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময়  হঠাৎ শিশুটির মুখ থেকে হাত ফসকে গেলে শিশুটি চিৎকার দেয়। তার চিকিৎকার শুনে মকবুল ও তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর মেয়েটিকে বাড়িতে এনে তার মুখে সব কথা শুনে থানায় মামলা দায়ের করা হয়। বৃদ্ধ ডিপটি ফকির একই গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র।

এদিকে ডিপটি ফকিরের পুত্র সজিব খন্দকার তার পিতাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় দায়ের করা  এজাহারের উল্লেখ করেন, তার পিতা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে  পশ্চিম পগইল সরকারপাড়া জামে মসজিদে এশা ও তারাবির নামাজ পড়তে যান। এরপর বাড়ি ফিরে শুয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে মকবুলের ডাকাডাকিতে ডিপটি  ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তার ওপর আক্রমন ও মারপিট করে  টানা-হেঁচড়া করে তার বাড়িতে  নিয়ে যায় এবং ফোন করে পুলিশ ডেকে এনে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। এজাহারে তিনি বলেন, তার পিতার বিরুদ্ধে আনীত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ডিপিটির পুত্র সজিবের দায়ের করা  অভিযোগটিও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট