কর্নিপাড়ায় ডাকাতির চেষ্টা, আতঙ্ক
বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

কাহালু (বগুড়া) প্রতিনিধি : নবগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর বাজার, দেওয়ানতলা ও পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া গামের মোড়ে সার কীটনাশক ও মুদিসহ আটটি দোকানে তালা কেটে দুর্বৃত্তরা টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৭/৮ জনের দুর্বৃত্তের দল একটি পিকআপভ্যান নিয়ে এসে ওই রাতে প্রথমে উপজেলার নারহট্ট ইউনিয়নের কল্যাণপুর বাজারে ইদ্রিসের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে টাকা, সার কীটনাশক ওষুধসহ প্রায় পাঁচ লাখ টাকার মালা-মাল লুট করে। এরপর একই কায়দায় বাজারের গাজিউলের মুদি দোকানে প্রবেশ করে টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল এবং জাকির হোসেনের ওষুধের দোকানে প্রবেশ করে টাকাসহ প্রায় পাঁচ হাজার টাকার বিভিন্ন ওষুধ এবং কল্যাণপুর দেওয়ানতলা মোড়ে মিজানের কীটনাশকের দোকানের লক্ষাধিক টাকার কীটনাশক ওষুধ লুট করে নিয়ে যায়। এসময় কীটনাশক ব্যবসায়ী মিজান টের পেয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে তখন মিজান চিৎকার দিলে দুর্বৃত্তরা মালামালসহ পিকআপভ্যান নিয়ে দ্রুত উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের সড়ক দিয়ে পালিয়ে যায়।
এদিকে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানযোগে পিলকুঞ্জ গ্রামের ওপর দিয়ে যাবার সময় পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া মোড়ে আজিজুল হকের মুদি ও কীটনাশকের দোকানের তালা কেটে টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল এবং পাশের রায়হানুল ইসলামের মুদি ও কীটনাশকের দোকানের টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাত সাড়ে ৩টার দিকে আর এক দুর্বৃত্তের দল উপজেলার কালাই কর্ণিপাড়া বাজারে প্রবেশ করেই প্রথমে নৈশ্যপ্রহরী ইফসুফ আলী আকন্দকে (৪৩) বেঁধে ফেলে তাকে মারধোর করে বাজারে ডাকাতির চেষ্টা করা হয়। এসময় ইফসুফ আলী চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে লোহার এঙ্গেল জাতীয় বস্তু দিয়ে তার শরীরে সজোরে আঘাত করলে নৈশ্যপ্রহরী ইফসুফ আহত হয়ে পড়ে যান। এসময় দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও টর্চলাইট নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত নৈশ্যপ্রহরী ইফসুফ আলীকে উদ্ধার করে পাশের দুপচাঁচিয়া উপজেলা হাসপাতাল ভর্তি করে দেন।
আরও পড়ুনএ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীমহল চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। পিলকুঞ্জ ঝাঁঝার পাড়া মোড়ের চারটি দোকানের মালামাল লুট হওয়ার বিষয়ে কালাই ইউপি চেয়ারম্যান জোবাইদুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার গভীর রাতে উপজেলার উত্তর এলাকায় ৭/৮টি দোকানের মালালাল লুটের বিষয়টি নিয়ে কাহালু থানা অফিসার ইনর্চাজ আব্দুল হান্নান দোকানগুলোতে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে দোকান মালিকদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন