দিনাজপুরের নবাবগঞ্জে বিনা অনুমতিতে সড়কের পাশের গাছ কর্তন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিনা অনুমতিতে গ্রামীণ সড়কের ধারের গাছ কর্তন করে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামীণ সড়কে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, পলাশবাড়ী মসজিদে দেয়ার নাম করে গাছগুলি কতিপয় ব্যক্তি কেটে নিয়ে যাচ্ছে। এ যাবত তারা প্রায় ৫০/৬০টি ইউক্যালিপটাস গাছ কেটেছে।
আরও পড়ুনবিষয়টি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামকে অবহিত করলে তিনি গোলাপগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রষেনজিৎ ঘোষকে তা দেখার নির্দেশ প্রদান করেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।
মন্তব্য করুন