অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

মাদারীপুরের সদর উপজেলার দুর্গম চরাঞ্চল হোগল পাতিয়া গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় চারটি বাড়িতে হামলা, লুটপাট এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে ঝাউদি ইউনিয়নের এই গ্রামে ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, অন্তত ৭০-৮০ জন সশস্ত্র ব্যক্তি এ হামলায় অংশ নেন। তারা হামলার সময় ঘরবাড়ি ভাঙচুর করেন, মালামাল লুট করে নিয়ে যান এবং আতঙ্ক ছড়াতে একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটান।
হামলার শিকার হোগল পাতিয়া গ্রামের বাসিন্দা আক্তার বেপারী, গিয়াস বেপারী ও জলিল বেপারীর পরিবারের চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
আক্তার বেপারী বলেন, ওরা হঠাৎ করে আমাদের বাড়িতে হামলা চালায়। দরজা-জানালা ভেঙে ঘরের সবকিছু লুট করে নেয়। কয়েকটি বোমা বিস্ফোরণ করে। এখন আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাই।
আরও পড়ুনচরের এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে ভীতি সৃষ্টি করে। এরপর বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন। তারা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এই চক্র প্রতিদিন নদী থেকে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করে।
স্থানীয়রা অভিযোগ করেন, হোগল পাতিয়া গ্রামে নদী ও কাঁচা রাস্তা পাড়ি দিয়ে যেতে কয়েক ঘণ্টা সময় লাগে, যার সুযোগ নিয়ে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে প্রতিরাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এ কারণে আড়িয়াল খাঁ নদে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পরিবেশগত ক্ষতি রোধে গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদের ওপর এই হামলা চালানো হয়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন