ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

হাসিনার আমলে সরকারি প্রকল্পের কেনাকাটায় বেশি দুর্নীতি হয়েছে : টিআইবি

হাসিনার আমলে সরকারি প্রকল্পের কেনাকাটায় বেশি দুর্নীতি হয়েছে : টিআইবি,ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের ২ ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৪৯ থেকে পিছিয়ে ১৫১ নম্বরে পৌঁছেছে। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে।

আরও পড়ুন

আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিস্ক্রিয়তায় অর্থ পাচার-দুর্নীতির বিস্তার ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট