ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

অভি মঈনুদ্দীন ঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে ‘ওয়ালটন’র এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী বন্নি হাসান। বিজ্ঞাপনটি যেহেতু ওয়ালটনের মিলিয়নিয়ার অফারের তাই বিজ্ঞাপনটি গত ঈদের আগে থেকে এখনো প্রচার হচ্ছে দেশের বিভিন্ন টিভি চ্যানেল’সহ আরো বিভিন্ন মাধ্যমে। এই একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই আলোচনায় চলে এসেছেন বন্নি হাসান। আলোর পথে পা বাড়ালেন বন্নি-এমনটাই অনেকেই বলছেন।

বিজ্ঞাপনটি প্রচারের পর তার কাছে ভালো ভালো কাজেরও প্রস্তাব আসছে। তবে বন্নি একটু বুঝে শুনে আগাতে চাচ্ছেন। বন্নি জানান এরইমধ্যে সিনেমাতে কাজ করারও প্রস্তাব এসেছে। কিন্তু তিনি একটু বুঝে শুনেই আগামীর পথে এগিয়ে যেতে চাচ্ছেন। এদিকে একজন নাট্যাভিনেত্রী হিসেবে স্বর্ণলতা দেবনাথ এরইমধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছেন। দেশ বিদেশের বাংলা নাটকপ্রেমী দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। নাটকে অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

তবে ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামক একটি সংগঠনের সভাপতি হিসেবে তিনি নারীদের জন্য এই সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে’কে নিয়ে বছরজুড়ে কাজ করে যান। স্বর্ণলতার স্বপ্ন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থেকে তাদের প্রতিষ্ঠিত করা। স্বর্ণলতা দেবনাথ ও বন্নি হাসান গত ২৩ মে রাজধানাীর সেগুনবাগিচায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একইমঞ্চে মিডিয়া ক্যাটাগরিতে অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হন।

আরও পড়ুন

স্বর্ণলতা দেবনাথ বলেন,‘ যেকোনো সম্মাননা একজন শিল্পীর জন্য অনেক বড় অনুপ্রেরণার। আগামীতে ্ধসঢ়;আরো ভালো ভালো কাজ করার দায়িত্ব বেড়েও যায়। ধন্যবাদ লাবণ্য’র সাথে সম্পৃক্ত সবাইকে। আমাকে সম্মানীত করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বন্নি হাসান বলেন,‘ সেদিন আসলে আরো একটি বড় আসরে আমাকে যেতে হয়েছিলো। আবার সেদিন অনেক জ্যামও ছিলো ঢাকায়। যেহেতু আমার কাজের স্বীকৃতি স্বরূপ এটি ছিলো প্রথম কোনো সম্মাননা’প্রাপ্তি। তাই অনেক কষ্ট করে হলেও আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করি। মিডিয়াতে আমার চলার পথের সময়কাল খুউব বেশি নয়। কিন্তু তারপরও আমার কাজকে মূল্যায়ণ করে আমাকে সম্মাননা দেয়ায় এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আরো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি। সেইসাথে আরো ভালো বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করার প্রত্যাশা রাখি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট