ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

বলিউডে ফের দুঃসংবাদ!

মাত্র ৫৪-য় প্রয়াত সালমন খানের সহ-অভিনেতা মুকুল দেব

মাত্র ৫৪-য় প্রয়াত সালমন খানের সহ-অভিনেতা মুকুল দেব

বিনোদন ডেস্ক ঃ বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। বয়স মাত্র ৫৪ বছর!

খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মুকুলের মৃত্যুর খবর সমাজমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। রাহুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাঁর বাড়িতে। মনোজের মতোই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।” বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা-- সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তাঁর। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করে মুকুল আলাদা করে নজর কেড়েছিলেন দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট