ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

কিশোরের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুর

কিশোরের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছেন রোমান শেখ (১৬) নামের নিখোঁজ এক কিশোরের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা থানা, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং থানার মাঠে থাকা চারটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলা হয় বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে আজ সকালে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা থানায় হামলা করেন। এ সময় তারা থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের অফিসের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। এছাড়া, থানার মাঠে থাকা পুলিশেরসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

রোমানের বাবা মিরাজ শেখ জানান, স্কুলে পড়ালেখার পাশাপাশি রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করত। গত ২১ জানুয়ারি রোমান বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরে তিনি সিরাজদিখান থানায় মামলা করেন।

আরও পড়ুন

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান বলেন, “বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে চলে যান।”

এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানের পথে আদনান আল রাজীব, শুভ জন্মদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা স্কুলশিক্ষক কামাল গ্রেফতার

প্রথমবার একইমঞ্চে সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, সরাতে দু’বিভাগের উদাসীনতা

তপ্ত রোদের দখলে প্রাণ ও প্রকৃতির তাপে চামড়া পুড়ে যাওয়ার উপক্রম

নীলফামারীর সৈয়দপুরে যুবককে পিটিয়ে হত্যা, গেফতার ১