ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবকদল নেতা হানিফ কারাগারে

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবকদল নেতা হানিফ কারাগারে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার হানিফকে গ্রেফতার করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করে, তিনি ঘটনার দিন কে এম নুরুল হুদার বাসায় প্রবেশ করে তাকে মারধর করেন এবং গলায় জুতার মালা পরিয়ে দেন।

আরও পড়ুন

কারাগারে আটক রাখার আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়িতে সাবেক সিইসি কে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে বিমানবন্দর থানায় নিয়ে যায় এবং পরে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরে জানা যায়, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে এবং তিনি সেই মামলার এজাহারভুক্ত আসামি। তবে এ ঘটনায় যেসব হামলাকারী তার বাসায় অনধিকার প্রবেশ করে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে হেনস্তা করেছে, তারা দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় অপরাধ করেছে বলে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী 

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী