ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

রংপুরে গ্রামীণ ও কুটির শিল্পমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রংপুরে গ্রামীণ ও কুটির শিল্পমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রংপুর জেলা প্রতিনিধি : পুরোদমে জমে উঠছে মাসব্যাপী শুরু হওয়া রংপুর গ্রামীণ ও কুটির শিল্পমেলা। বর্ণিল আলোকসজ্জা ও বড় পরিসরে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সরগরম মেলা প্রাঙ্গণ। মেলায় নারী উদ্যোক্তাসহ চামড়া পাটজাত পোষাক হস্তশিল্প ও কারুপণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা। বাহারী পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, রংপুর সেনানিবাসের আওতাধীন নিশবেতগঞ্জে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস স্কুলের সার্বিক উন্নয়নে মাসব্যাপী এই মেলায় রংপুর শহর ও শহরতলী ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই।

মাসব্যাপী এই মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলার আয়োজন করেছে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে গ্রামীণ ও কুটির শিল্পমেলা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায়। এই মেলার মূল স্থানে রয়েছে ৬৮টি স্টল এবং বাইরে রয়েছে আরও ৫০টি স্টল।

বিশাল মাঠ নিয়ে আয়োজিত মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশিয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটির শিল্প, হস্তশিল্পসহ রকমারী পণ্যের সমাহার। এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে জনপ্রিয় দি নিউ চলো বাংলাদেশ সার্কাস। গ্রামীণ ও কুটির শিল্পমেলার বিশেষ দিক হলো ২০টাকার প্রবেশ টিকিটের ওপর রয়েছে প্রতিদিনের পুরস্কার।

আরও পড়ুন

মেলায় ঘুরতে আশা দর্শণার্থী আল আমিন জানান, দীর্ঘদিন পর রংপুরে একটি বড় মাঠে এবং নিরিবিলি পরিবেশে একটি মেলা হচ্ছে। বড় পরিসরে হওয়ায় রিলাক্স মুডে মেলায় ঘুরে বিনোদন যেমন নেয়া যাচ্ছে তেমনি দেখে শুনে কেনাকাটা করা যাচ্ছে।

মেলার আয়োজক সদস্য বাদল মিয়া বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে গ্রামীণ ও কুটির শিল্পমেলার আয়োজন করা হয়েছে। রংপুর সেনাবাহিনীর সহযোগিতায় বিভাগীয় নগরীতে নিরিবিলি পরিবেশে বড়পরিসরে মেলার আয়োজন করা সম্ভব হয়েছে। সকল বয়সী মানুষের কথা চিন্তা মাথায় রেখে মেলার পরিসর সাজানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার