ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

বগুড়ায় আবাসিক হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হোটেল ম্যনেজার বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল হত্যাকান্ডের প্রধান আসামি জুম্মান কসাই (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর জুম্মান স্বীকার করেছে যে, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে সে ও তার সহযোগীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। জুম্মানকে গতকাল বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র আরও জানায়, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

আরও পড়ুন

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ম্যনেজার পদে চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত