রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালক আহত

নিউজ ডেস্ক: কক্সবাজারে ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ঈদগাঁও-গোমাতলী রোডের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মাইক্রোবাস।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোহাম্মদ করিম আহত হয়েছেন। তার বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায়।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করছেন।
চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। মাইক্রোবাসটি একটি বিয়ের ভাড়া নিতে যাচ্ছিল। তাই কোনো যাত্রী ছিল না।
আরও পড়ুন
মাইক্রোবাসটির মালিক ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ির মিজান নামের এক ব্যক্তি। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি ডাম্পট্রাকের সাহায্যে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, রেলপথে যখন রেল চলাচল করে তখন নিকটবর্তী এলাকা দিয়ে কোনো যানবাহন ক্রসিং পার হতে গেলে অটো স্টার্ট বন্ধ হয়ে যায়। বিষয়টি সম্পর্কে সচেতন না থাকায় এসব দুর্ঘটনা ঘটে চলেছে।
মন্তব্য করুন