পাবনার চাটমোহরে সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ছোট শালিকা মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুনমন্তব্য করুন