সিরাজগঞ্জে আড়াই মণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় আড়াই মণ গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন র্যাব ১২ এর সদর কোম্পানির চৌকস আভিযানিক দল। এছাড়াও গ্রেফতারকৃতদের ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টি কাভার্ডভ্যান ও ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলো- যশোর কোতোয়ালি থানার হুদো রাজাপুর গ্রামের মৃত তাজ মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (৪১) ও জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে ক্রয়-বিক্রয় করে।
আরও পড়ুনআজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সহকারী পুলিশ সুপার ও র্যাব ১২ এর মিডিয়া অফিসার উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান- উপরোক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আড়াই মণ গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন