বগুড়ার কাহালুতে প্যানেল চেয়ারম্যান ও আ‘লীগ নেতা ইমদাদুল গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ইমদাদুল মল্লিককে (৪৬) গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কাহালু উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি মুরইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের ভালতা গ্রামের মৃত ইয়াছিনের ছেলে।
আরও পড়ুনকাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ইমদাদুল মল্লিক কাহালু থাানা পুলিশি হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন