ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ায় অটোরিকশা চালক আজগর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

বগুড়ায় অটোরিকশা চালক আজগর হত্যা মামলায় দুইজনের ফাঁসি, ছবি: সংগৃহীত।

কোর্ট রিপোর্টার : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালক আজগর আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামি হলো-আবু রাসেল সিদ্দিক ও আব্দুল হান্নান। মামলায় রায়ে এই দুই আসামির এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও অপর আসামি আবু রাশেদ সিদ্দিককে তিন বছর সশ্রম কারাদন্ড এবং আরেক আসামি নূরনবী মুন্নাকে চোরাই অটোরিকশা রাখার দায়ে তিন বছর কারাদন্ড দেওয়া হয়, অপর আসামি রেজাউলকে খালাস দেওয়া হয়। 

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং ২ এর বিচারক আবু হানিফ এই রায় দেন। জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা চালক আজগর আলীকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। এ ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দিারা এলাকার শহিদুল ইসলাম খোকা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে শতভাগ অনলাইনে

রাজবাড়ীতে রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ 

আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা